মোঃ বাচ্ছু মিয়া
জীবন সংগ্রামে দীর্ঘ সময় আদালত পাড়ায় মোঃ বাচ্ছু মিয়া
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ৫ম তলায় পূর্বকোণে চা,বিস্কুট, কলা বিক্রি করেন মোঃ বাচ্ছু মিয়া। ১৯৬০ সনে মাত্র দশ বছর বয়সে ঢাকায় আসেন মোঃ বাচ্ছু মিয়া। তারপর থেকে ঢাকার আদালত পাড়ায়। প্রথমে হেঁটে হেঁটে পান.বিড়ি সিগারেট বিক্রি করতেন। ১৯৯৯ সনে মহানগর দায়রা জজ আদালত প্রতিষ্ঠিত হলে তিনি উক্ত স্থানে চা,বিস্কুট, কলা বিক্রি করে জীবিকা নির্বাহ শুরু করেন। তিনি যখন কোর্টে এসেছেন দেখেছেন কোর্ট এলাকায় সুন্দর ফুল বাগান ও গাছের সারি।
গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সদর থানাধীন এওয়াজবালিয়া ইউনিয়নের এওয়াজবালিয়া গ্রামে। পিতার নাম মৃত মন্তাজ মিয়া। দেশ স্বাধীনের পর বিয়ে করেছেন একই গ্রামের আমেনা খাতুনকে। দুই পুত্র ও দুই কন্যার জনক, সবাইকে বিয়ে- সাদী দিয়েছেন।
১৯৭১ সনের ৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দ্দী উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী ভাষণ সোহরাওয়ার্দ্দী উদ্যানে উপস্থিত থেকে শুনেছেন। সে দিনের উত্তাল জনসমুদ্রের কথা এখনো ভুলতে পারেননি।
১৯৭১ সনের ২৫ মার্চের কালরাত্রিতে বিশ্ব ইতিহাসের বর্বোরচিত গণহত্যা ঢাকার লক্ষীবাজারে থেকে খুব কাছ থেকে দেখেছেন। খুব ভয় পেয়েছিলেন।
দীর্ঘ প্রায় সাড়ে চার যুগ ঢাকা কোর্ট এলাকায় কাটিয়েছেন তিনি। বড় ছেলে ঢাকার নবাবগঞ্জে ছোট বাড়ী করেছে। সেখানে বসবাস করেন তিনি এবং সেখান থেকে প্রতিদিন ভোরে ফজর নামাজ পড়ে কোর্টের উদ্দেশ্যে রওয়ানা দেন। রাতে বাসায় ফিরেন। প্রতিদিন সন্ধ্যা পর্যন্ত কোর্ট এলাকায় থাকেন।
আমরা যারা নিয়মিত জজকোর্টে আসি তাদের অনেকে বাচ্ছু মিয়াকে দেখি অনেক বছর থেকে। মূখে কোন চিন্তার চিহ্ন নেই,বিরক্তি নেই, সুখী মানুষের মত সকলকে চা-বিস্কুট খাওয়াচ্ছেন। তিনি যেন জজকোর্টের একজন কালের সাক্ষী।

No comments:
Post a Comment