মোঃ মফিজুর রহমান (মফিজ মেম্বার)
এডভোকেট এ.কে. এম.আমিন উদ্দিন (মানিক)
নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো: মফিজুর রহমান (মফিজ মেম্বার) হজ্বে রওয়ানা দিয়েছেন ।
মরহুম স্পীকার আবদুল মালেক উকিলের সাথে জয় সদর শ্লোগান দিয়ে ১৯৫৭ সনে ৫ম শ্রেণিতে পড়া অবস্থায় বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ মো:মফিজুর রহমান কবিরহাট হাই স্কুলে ৯ম শ্রেণি পর্যন্ত পড়ে আর পড়াশুনা করতে পারেননি। ’৯৪ সনে বি.এন.পি সরকার রাষ্টীয় ক্ষমতায় আর তখন তিনি ,ভাই হাবিবুর রহমান ও জালাল আহমেদ মিলে এক একর জমি ( যাহার বর্তমান বাজার মূল্য আড়াই কোটি টাকা) দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে স্কুলটি প্রতিষ্ঠা করেন। প্রত্যন্ত গ্রামাঞ্চল ও বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠান করার প্রয়োজনীয় অনুমতি নিতে দেরী হওয়ায় এবং আমলাতান্ত্রিক বিভিন্ন জটিলতার কারণে প্রতিষ্ঠানটি ’৯৯ সনে পাঠ দানের অনুমতি পায়। তারপর স¦ীকৃতির সকল শর্ত পূরণ করলেও জামাত- বি.এন.পি জোট সরকার এর স্বীকৃতি দেয়নি। ২০০৯ সনে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করলেও তথাকথিত ঐক্য পরিষদ না করার কারণে স্থানীয় নেতৃর্ত্বে নেকদৃষ্টি পায়নি। পরে এডভোকেট ইসরাতুন্নেছা ( মিসেস ওবায়দুল কাদের) এর আগ্রহে প্রতিষ্ঠানটি জুনিয়র হাই স্কুল হিসেবে ১ জানুয়ারী ২০১০ স্বীকৃতি ও ১৬ জুন এম.পি.ও ভুক্ত হয়। বর্তমানে ১ জানুয়ারী ২০১৩ থেকে উচ্চ বিদ্যালয় হিসাবে পাঠদানের অনুমতি পেয়েছে। স্কুলের ৭টি ক্লাস রুম আছে। অফিস রুম ১টি ও কমনরুম ১টি। এম.পি.ও ভুক্ত শিক্ষক ৭ জন ও কর্মচারী ২ জন। নন এম.পি.ও ভুক্ত ২ জন শিক্ষক সহ মোট শিক্ষক ৯ জন। গতবছর ২২ জন ছাত্রÑ ছাত্রী এস.এস.সি. পরীক্ষা দিয়ে সবাই পাশ করেছে ্অর্থাৎ পাশের হার ১০০%।বর্তমানে স্কুলের ছাত্র-ছাত্রী ৪১৭ জন। প্রতিষ্ঠানটি শিক্ষা মন্ত্রনালয় থেকে কোন ভবন কিংবা অনুদান পায়নি। কবিরহাট উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে ৪ বান টিন চেয়েও পায়নি । স্কুলের টিনগুলি ফুঁটো হয়ে যাওয়ায় বৃষ্টি এলে ক্লাসরুমে পানি পড়ে। তথ্য প্রযুক্তির যুগে বিদ্যুৎ থাকলেও এখনও কোন কম্পিটার বরাদ্দ পাননি। ইউনিয়ন বরাদ্দ থেকে একটি শহীদ মিনার ও ডি.সি. বরাদ্দ থেকে ৬ টন চাল বরাদ্দ পেয়ে ১টি রুম করা হয়েছে। হজে¦ যাওযার প্রাক্কালে প্রায় ৭০ বৎসর বয়স্ক মফিজুর রহমান হোটেল মতিঝিলে বসে ২ সেপ্টেম্বর আক্ষেপের সহিত দু:খের কথা গুলো আমাকে বললেন। মফিজ ভাইয়ের জন্ম ২রা ফ্রেবুয়ারী ১৯৪৩ সন। বাড়ি কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দে দাদার নামে প্রতিষ্ঠিত নুরি ময়া ব্যাপারী হাটে । পিতার নাম মরহুম নজির আহমেদ। প্রথম স্ত্রী জোহরা খাতুনের মৃত্যুর পর ২য় বিয়ে করেন ছকিনা খাতুনকে। ছেলে দুই সংসারে ১২ জন। ৩ ছেলে সৌদী আরব প্রবাসী। সমাজসেবক মফিজ ভাই ’৯৪ সন থেকে স্কুলটির সভাপতির দায়িত্ব পালন করছেন। ২০০১ সনে ধানসিঁড়ি ইউনিয়নের মেম্বার নিরর্বাচিত হয়ে ৯ বছর দায়িত্ব পালন করেন।। দীর্ঘ ৮ বছর ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। অসুস্থ্য হওয়ার কারণে তিনি স্বেচ্ছায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব ছেড়ে দেন । তিনি নুর মিয়া ব্যাপারী হাট জামে মসজিদকে ৯ শতাংশ জমি ও মৌলভী আবুল কাশেম মসজিদকে ৬ শতাংশ জমি দান করেছেন । এই বছর নুর মিয়া ব্যাপারী হাট জামে মসজিদকে ১ লক্ষ ২০ হাজার টাকা নগদে দিয়েছেন। হজ্বে যাওয়ার প্রাক্কালে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং স্কুলটির সমস্যা সমাধানে সরকারের নিকট অনুরোধ করেছেন।

No comments:
Post a Comment