এডভোকেট কাজী মোঃ নজীব উল্রাহ হিরু- এর নির্বাচনী ইশতেহার
এডভোকেট এ.কে.এম. আমিন উদ্দিন (মানিক)
আল্লাহ সর্ব শক্তিমান
বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন -২০১৫
গ্রুপ ‘এ’ আসনে ( ঢাকা আইনজীবী সমিতি, ঢাকা মেট্রোপলিটন আইনজীবি সমিতি, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ,মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতি, নরসিংদি জেলা আইনজীবী সমিতি, গাজীপুর জেলা আইনজীবী সমিতি, মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতি ) সদস্য পদপ্রার্থী ।
এডভোকেট কাজী মোঃ নজিবউল্লাহ হিরু
ব্যালটে ক্রমিক নং -২
নির্বাচনের তারিখ ঃ ২৬ আগস্ট ২০১৫ খ্রীঃ
সম্মানিত
বিজ্ঞ আইনজীবী মহোদয়গণ,
আসসালামু আলাইকুম প্রীতি ও শুভেচ্ছা রইলো । ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি । প্রয়াত সকল আইনজীবীদের রুহের মাগফেরাত কামনা করছি । প্রকৃতিতে রুদ্র বৈশাখ কখন যেন কাল বৈশাখী হয় । দোর গোড়ায় মধুমাস সুস্বাদু ফলের ব্যঞ্জনা আমাদের প্রতিটি পরিবারে নিয়ে আসবে আনন্দ ও স্বস্তি । ইচ্ছা না থাকা সত্বেও বাবার (মরহুম) তীব্র আকাঙ্খা ও ব্যারিষ্টার শফিক আহম্মেদ সাহেবের প্রেরণায় একজন আইনজীবী হিসেবে আপনাদের কাফেলায় যাত্র শুরু করি । পেশায় সফলতা পেয়েছি, খ্যাতি পেয়েছি । কিন্তÍ কালোকোট পরিহিত সমাজের বিজ্ঞ আইনজীবীদের কখনও নেতৃত্ব দেবো প্রত্যাশা ছিল না । এরপরও আইনজীবী বন্ধুদের উৎসাহ ও ভালবাসায় মহান আল্লাহ্ তা’য়ালার ইচ্ছায় ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি নির্বাচিত হই ।
ঢাকা আইনজীবী সমিতিতে প্রায় ২০ হাজারের মত আইনজীবী । এই সমিতিতে আইনজীবীদের জন্য আমার সম্পাদিত কাজ সমূহ ঃ
** প্রধানমন্ত্রী ঘোষিত অনুদানের ২০ কোটি টাকায় ঢাকা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণ করি ।
** বিশাল অস্থায়ী শেড নির্মাণ করে পূর্বের চেয়েও বেশী বিজ্ঞ আইনজীবী বন্ধুদের বসার ব্যবস্থা করি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নতুন ভবন উদ্বোধন করি ।
** ঢাকা আইনজীবী সমিতিতে নির্বাচনী অঙ্গিকার অনুযায়ী সনদ সারেন্ডার না করেও পেশা অব্যাহত রেখে বর্ষীয়ান বিজ্ঞ আইনজীবি বন্ধুগণ তাদের স্ব স্ব বেনাভোলেন্ট ফান্ডের টাকা জীবিত অবস্থায় যাতে সম্পূর্ণ উত্তোলন করতে পারেন তার ব্যবস্থা করি । আমি সভাপতি থাকাকালীন ৩ কোটি টাকার মত বেনাভোলেন্ট ফান্ডের টাকা প্রদান করা হয় ।
** মহিলা আইনজীবীদের শিশু বাচ্ছাদের জন্য ঢাকা আইনজীবী সমিতিতে ডে-কেয়ার ব্যবস্থা চালু করি ।
** এক ভবন থেকে আরেক ভবনে যাওয়ার জন্য বিভিন্ন প্যাসেজ ও গ্যাংওয়ে নির্মাণ করে চলাচলের সুব্যবস্থা করি ।
** দুঃস্থ মানবতার সেবায় আইনজীবী বন্ধুদের নিকট থেকে ১০০/ টাকা করে সাহায্য নিয়ে বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্থদের জন্য ১৮ লক্ষ টাকা প্রদানের ব্যবস্থা করি ।
** আইনজীবীদের জরুরী প্রয়োজনে রিলিফ ফান্ড থেকে ২৫ হাজার টাকার সাহায্যকে ৫০ হাজার টাকায় রুপান্তর করি ।
** জটিল কিডনি রোগ, হৃদরোগ ও ক্যান্সার আক্রান্ত আইনজীবীদের সাহায্যাথে ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের নিকট থেকে ১শত টাকা করে অনুদান নিয়ে অসুস্থদের পাশে আইনজীবী সমিতিকে নিয়ে গিয়েছি ।
** রাজনৈতিক ও অরাজনৈতিক কারণে কোন আইনজীবী গ্রেফতার হলে দলমতের উর্ধ্বে থেকে দ্রুত প্রতিকার দেওয়ার ব্যবস্থা করেছি ।
** সরকার থেকে ভূমি লিজ নিয়ে আইনজীবী সমিতির পরিধি বিস্তৃত করার চেষ্টা করেছি ।
** মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সি.এম.এম. কোর্টে ক্যাপসুল লিফট এর ব্যবস্থা করা ও লাইব্রেরির জন্য ১ কোটি টাকা অনুদানের ব্যবস্থা করি । এসকল কাজে আমার নির্বাহী পরিষদের সকলের এবং সকল আইনজীবী বন্ধুদের সহায়তা চিরদিন স্মরণ করবো ।
বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ এইরুপ ধারবাহিকতায় আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০১৫ গ্রুপ ‘এ’ আসনে ব্যালটে ক্রমিক নং- ২ নিয়ে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্রার্থী হিসাবে আমি আপনাদের সকলের দোয়া, সহযোগিতা,সমর্থন ও ভোট কামনা করি ।
বাংলাদেশ বার কাউন্সিলে মহান আল্লাহর ইচ্ছায় আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে বিজ্ঞ আইনজীবী বন্ধুদের কল্যাণে নি¤েœাক্ত কাজগুলো সম্পাদনের দৃঢপ্রত্যয় ব্যক্ত করছি ঃ
** সনদ সারেন্ডার না করে ন্যূনতম ৪০ বছর পেশাগত জীবন অতিক্রান্ত করার পর একজন আইনজীবী তার জীবদ্দশাতেই যেন বার কাউন্সিল হতে তার বেনাভোলেন্ট ফান্ডের অর্থ উত্তোলন করতে পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো ।
** বিভিন্ন জেলা বারে সুনাম ও সফলতার সাথে যারা ২০ বছর আইনপেশায় নিয়োজিত তারা কোনরুপ লিখিত পরীক্ষা ব্যতিরেকেই যাতে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করতে পারেন তার পদক্ষেপ গ্রহণ করবো ইনশাল্লাহ্ ।
** বার কাউন্সিলের মাধ্যমে আইনজীবীদের জন্য নিজস্ব একটি ব্যাংক “ আইনজীবী ব্যাংক” স্থাপনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো ।
** যে কোন উন্নয়নে চলমান সরকারের সাথে বৈরিতা প্রতিবন্ধকতা সৃষ্টি করে “দল যার যার বার কাউন্সিল সবার” এই নীতির আলোকে আইনজীবীদের পেশাগত উন্নয়ন, সার্বিক কল্যাণ ও বার কাউন্সিল ভবনের জায়গা সম্প্রসারণ ও বহুতল ভবন নির্মাণে বাংলাদেশ বার কাউন্সিলকে সম্পূর্ণ অরাজনৈতিক করার প্রয়াস নিব ।
** ২০১০ সালে যারা বার কাউন্সিলের এ্যাডভোকেটশীপ পরীক্ষায় পাশ করেছিলেন তাদের সনদ প্রদানে ৫ বৎসর বিলম্বিত হল কেন ? এরুপ প্রশ্ন আইনজীবীরা যাতে ভবিষ্যতে না করে তার জন্য বার কাউন্সিলে এনরোলমেন্ট এর ১ বৎসরের মধ্যে মাননীয় প্রধান বিচারপতির হাত থেকে সনদ প্রদানের ব্যবস্থা করবো ।
** ঠুনকো অজুহাত দেখিয়ে বেসরকারী বিশ^বিদ্যালয় থেকে পাশ করা ছাত্রদের জীবন থেকে অন্যায়ভাবে বছরের পর বছর নষ্ট করে দেয়ার ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দিবো না । স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর সকলকে বার কাউন্সিলে মেধা যাচাই পরীক্ষায় অংশ গ্রহণ করার সুযোগ নিশ্চিত করবো ইনশাল্লাহ্ ।
** কি কারণে একবার বিভিন্ন বেসরকারী বিশ^বিদ্যালয় সমূহকে কালো তালিকা ভূক্ত করা হলো এবং কোন অদৃশ্য কারণেই বা তা আবার প্রত্যাহার করা হল ? যা আজকে বার কাউন্সিলের সংশ্লিষ্ট কমিটিকে প্রশ্নবিদ্ধ করেছে । কথা দিচ্ছি নির্বাচিত হলে বার কাউন্সিলে কোন অনাচার হতে দিব না এবং আইনপাশ করা ভবিষ্যত আইনজীবীদের জীবন থেকে ১টি বৎসরও অনাকাঙ্খিতভাবে ঝরে যেতে দিবো না ।
** সকল পেশার মধ্যে একমাত্র আইনপেশা থেকেই দেশের সরকার বেশী রাজস্ব আদায় করে । তাই কোর্ট ফি থেকে ১টি অংশ আইনজীবীদের কল্যাণ ফান্ডে জমাদানের জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে উদ্যোগী হবো ।
** সকল বারের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময়ের জন্য বছরে ন্যূনতম ২টি যৌথ সভার আয়োজনে নেতৃবৃন্দকে সচেষ্ট করবো ।
** বিভিন্ন কোম্পানী, সরকারী, আধা সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানসমূহে যাতে আইনগত বিষয়ে পরামর্শ দানে আইনজীবীদের নিয়োগ বাধ্যতামূলক করার প্রয়াসকে আন্দোলনে রুপান্তরিত করবো ।
পরিশেষে বিজ্ঞ আইনজীবীদের সার্বিক কল্যাণে বাংলাদেশ বার কাউন্সিলকে গতিশীল ও সমৃদ্ধশালী করণের প্রত্যয় ব্যক্ত করে বিজ্ঞ আইনজীবীগণের নিকট বিনীতভাবে পুনরায় দোয়া, সহযোগিতা ও সমর্থন চেয়ে গ্রুপ-‘এ’ আসনে আপনাদের মূল্যবান ভোট কামনা করছি । সকল আইনজীবীদের পেশাগত সফলতা, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনায় ।
ধন্যবাদান্তে
কাজী মোঃ নজিবউল্লাহ হিরু
এডভোকেট
গ্রুপ-‘এ’ আসনে সদস্য পদপ্রার্থী
ব্যালটে ক্রমিক নং- ২
মোবাইল- ০১৭১১৫৩০১১০

No comments:
Post a Comment