Sunday, 8 November 2015

বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী হোসেন- এর জীবনী



















এডভোকেট মোহাম্মদ আলী হোসেন





এডভোকেট এ.কে.এম.আমিন উদ্দিন (মানিক)



মোহাম্মদ আলী হোমেন ,এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট । একজন মুক্তিযোদ্ধা আইনজীবী,সৎ ও জাতির জনকের আদর্শে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে নিবেদিত প্রাণ ।
পিতা মরহুম এম.এ. হান্নান,মাতা মরহুম নুরজাহান বেগম, সাং দামলা, পো: দামলা, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ, বর্তমানে,৬১ গ্রীণ রোড,ঢাকা-১২০৫০এ নিজস্ব ফ্ল্যাটে থাকেন। 
জন্ম - ১৮ ফ্রেবুয়ারী ১৯৫৬ । সরকারী গ্র্যাজুয়েট হাই স্কুলে সরাসরি ২য় শ্রেণিতে ভর্ত্তি, ’৭২ সনে একই স্কুল থেকে এস.এস.সি পাশ. করেন। ’৭৪ সনে সোরোওয়ার্দ্দী কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন । জগন্নাথ কলেজ বর্তমানে জগন্নাথ বিশ^বিদ্যালয় থেকে বি.এস-সি(অনার্স) রসায়ন এবং এম.এস-সি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ’৭৮ সনে পাশ করেন। ’৮৪ সনে ঢাকা সিটি ল’ কলেজ থেকে এলএল.বি ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ বার কাউন্সিল থেকে ৩ মার্চ ’৮৫ সনে সনদ নিয়ে ২৮ নভেম্বর ’৮৫ তারিখে ঢাকা আইনজীবী সমিতির সদস্যভুক্ত হন। ’৮৮ সনে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।
তিনি ’৯৩ সনে ঢাকা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১২ সনে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি ঢাকা জজ কোর্ট কেন্দ্রীক দেওয়ানী ও ফৌজদারী মামলা পরিচালনা করেন।
তিনি ১৯৭১ সনে মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশ গ্রহণ করেন। মুন্সিগঞ্জের বিক্রমপুর ট্রেনিং ক্যাম্প থেকে ট্রেনিং নিয়ে ক্যাপ্টেন আলীম চৌধুরীর নিয়ন্ত্রণাধীন মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান ও শ্রীনগর এলাকায় কমান্ডার তাহেরের অধীনে মুক্তিযুদ্ধ করেন।
’৮৬ সনে বঙ্গবন্ধু পরিষদের ব্যানারে সারা দেশের আইনজীবীদের মধ্যে ঢাকা আইনজীবী সমিতির পক্ষে প্রথম ১৫ আগষ্ট জাতির জনকের মৃত্যুদিনে শোক পালনে অগ্রণী ভূমিকা পালন করেন।
’৮৮ সনে এরশাদের জরুরী অবস্থা ভঙ্গ করে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আন্দোলনে মিছিল করলে ১১ জন আইনজীবীর সাথে তিনিও গ্রেফতার হন। এরপর আরো ২টি ভুয়া মামলা দিয়ে হয়রানি করা হয় ।
তিনি ’৮৯ সনে ময়মনসিংহের সদর থানাধীন আকুয়া গ্রামের মরহুম আলহাজ্ব আবুল কাশেমের মেয়ে সাইয়্যেদা তাসলিমা- কে বিয়ে করেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। ছেলে সোয়াইপি হোসেন মেহেদি বিবি.এ. কমপ্লিট করে এম.বি.এ করছে। মেয়ে মেহনাজ হোসেন মিম হলিক্রস কলেজ থেকে এবার এইচ.এস.সি পাশ করেছে।
তিনি বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের একজন সক্রিয় সদস্য । বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত এই মুক্তিযোদ্ধা আইনজীবী সৎ , ন্যায়পরায়ণ ও নামাজী ব্যক্তি। তিনি সরকারী ছুটি ছাড়া প্রতিদিন সকাল সকাল কোর্ট চেম্বারে আসেন এবং সন্ধা পর্যন্ত কোর্ট আঙ্গিনায় থাকেন। ২০১২-১৩ সনে সাধারণ সম্পাদক থাকাকালীন সকাল থেকে সন্ধা পর্যন্ত আইনজীবীদের সেবায় সময় দিয়েছেন। ভবিষ্যতে আইনজীবীদের সেবা করার অভিপ্রায়ে ঢাকা আইনজীবী সমিতিতে সভাপতি পদে নির্বাচন করার ইচ্ছা আছে। আমি তাঁহার উত্তরোত্তর সাফল্য কামনা করছি । সাক্ষাৎকারটি ১৮ সেপ্টেম্বর ২০১৪ সনে গৃহিত।

No comments:

Post a Comment