Sunday, 8 November 2015

বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ মুসলেহ উদ্দিন-এর জীবনী
















এডভোকেট মোঃ মুসলেহ উদ্দিন 



এডভোকেট এ.কে.এম.আমিন উদ্দিন (মানিক)




মো: মুসলেম উদ্দিন, এডভোকেট, একজন মুক্তিযোদ্ধা আইনজীবী । 
পিতা-মরহুম নজীম উদ্দিন সাং- মাতুয়াইল, থানা-যাত্রাবাড়ি, ঢাকা। জন্ম-৩০ এপ্রিল ১৯৫২। মাতুয়াইল প্রাইমারী স্কুল থেকে ৫ম শ্রেণি, টিপু সুলতান রোডের গ্র্যাজুয়েট হাই স্কুল থেকে ’৬৪ সনে ঢাকা বোর্ডের অধীনে এস.এস.সি. পাশ করেন। ’৭০ সনে সাবেক কায়দে আজম কলেজ বর্তমানে সোহরাওয়ার্দী কলেজ থেকে ঢাকা বোর্ডের অধীনে এইচ.এস.সি পাশ করেন। ঢাকা বিশ^বিদ্যালয়ে ’৭০ সনে ইসলামিক ষ্টাডিজে ভর্ত্তি হন।
’৭১ সনে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি কুমিল্লার কসবা থানা হয়ে ত্রিপুরার আগরতলা ট্রেনিং ক্যাম্পে যান। সেখানে একমাসের ট্রেনিং নিয়ে ২নং সেক্টরে সেক্টর কমান্ডার মেজর হায়দারের অধীনে গেরিলা যুদ্ধে অংশ গ্রহণ করেন। যুদ্ধে সিদ্ধিরগঞ্জ থেকে ঢাকায় প্রবেশের ১১০০ ভোল্টের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করার সময় সরাসরি অংশগ্রহণ উল্লেখযোগ্য স্মৃতিময় ঘটনা।
স্বাধীনতা পরবর্তী শেখ ফজলুল হক মণির নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ গঠনে তিনি প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তারপর ডেমরায় মিল্ক ভিটায় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। চাকুরীতে যোগদানের পর তিনি সাবেক পাকিস্তান নেভীর পিটি অফিসার রুপগঞ্জ নিবাসী মরহুম আবদুল আজিজের মেয়ে জোহরা বেগমকে বিয়ে করেন।
তিনি ’৮০ সনে সেন্টাল ল’ কলেজ থেকে এলএল,বি পাশ করেন। বাংলাদেশ বার কাউন্সিলের সনদ নিয়ে তিনি চাকুরী ছেড়ে ২৩ অক্টোবর ’৮৩ সনে ঢাকা আইনজীবী সমিতির সদস্য হয়ে আইনপেশায় নিয়োজিত হন। ’৮৪ সনে ঢাকা মেট্রো বারের সদস্যভুক্ত হন। ’৯৫ সনে ঢাকা মেট্রো বারের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি বর্তমানে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত পি.পি. হিসেবে দায়িত্ব পালন করছেন্ ।
বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এই নেতা বাংলাদেশ আওয়ামীলীগের একজন একনিষ্ঠ সেবক। বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক । শারীরিকভাবে অনেকটা অসুস্থ্য হযে পড়লেও তিনি নিয়মিত কোর্টে আসেন এবং আওয়ামী আইনজীবী পরিষদের সকল কর্মসূচীতে অংশগ্রহণ করেন। তিনি ১৯৭০ সনে জাতির জনক বঙ্গবন্ধুর সাথে জাতীয় নির্বাচনে তাঁর মনোনিত এজেন্ট হিসেবে তেজগাঁও নির্বাচনী এলাকায় কাজ করেন। তখন বঙ্গবন্ধু এম.এন.এ নির্বাচিত হয়েছিলেন।
তিনি ২ ছেলে ও ১ এক কন্যার জনক। ১.বড় ছেলে মমিন উদ্দিন –ব্যবসায়ী ২. জহির উদ্দিন এডভোকেট, ঢাকা আইনজীবী সমিতির সদস্য। ৩. মেয়ে- মুসলেমা জেসমিন।
সাক্ষাৎকারটি ১৮ জুন ২০১৪ গৃহিত ।

No comments:

Post a Comment