Sunday, 30 April 2017

***মরহুম এডভোকেট মোমিন উল্লাহ ভাইয়ের সংক্ষিপ্ত জীবনী***






***মরহুম এডভোকেট মোমিন উল্লাহ ভাইয়ের সংক্ষিপ্ত জীবনী***



মরহুম এডভোকেট মোঃ মমিন উল্লাহ ছিলেন একজন সাদা মনের মানুষ ছিলেন । বৃহত্তর নোয়াখালী অঞ্চলে  অত্যন্ত সুপরিচিত, আদর্শবান ও জনদরদী মানুষ ছিলেন । জন্ম ১৯৪২ সনে নোয়াখালী জেলার সদর থানাধীন নেয়াজপুর ইউনিযনের নেয়াজপুর গ্রামে । বাংলাদেশ ছাত্রলীগের বৃহত্তর নোয়াখালী জেলার সভাপতির দায়িত্ব পালন করেন ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন সেন্ট্রাল ল’ কলেজ থেকে এলএল.বি পাশ করে ১৯৭৬ সনে ঢাকা আইনজীবী সমিতিতে যোগদান করেন ।পরে ১৯৮৪ সনে নোয়াখালী আইনজীবী সমিতিতে সদস্যভূক্ত হয়ে নোয়াখালীতে আইনপেশা শুরু করেন । তিনি ১৯৬৯ সনে গণঅভূথ্যানে বৃহত্তর নোয়াখালী জেলা ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করেন । মুক্তিযুদ্ধে মুজিববাহিনীর বৃহত্তর নোয়াখালী জেলার ডিপুটি কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন ।তিনি ১৯৮৬ সন থেকে ২০০৩ পযন্ত দীর্ঘ ১৮ বছর বাংলাদেশ আওয়ামীলীগের নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন ।২০০৭ সনে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছিলেন । তিনি জীবদ্দশায় বহু প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন । তিনি ভুলুয়া কলেজ, নেয়াজপুর হাই স্কুল, নেয়াজপুর হাইস্কুল সংলগ্ন প্রাথমিক বিদ্যালয, ভুলুয়া কিন্ডার গার্ডেন, ভুলুয়া ফাইন্ডেশন, কাসেম বাজার, নেয়াজপুর জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রসা , কাসেম বাজার জামে মসজিদ প্রতিষ্ঠা করেন । তিনি জেলা শহর মাইজদিতে প্রতিষ্ঠিত সার্জেন্ট জহুরুল হক ও শহীদ ওহিদুর রহমান ওদু স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ।তিনি চার কন্যা সন্তানের জনক ছিলেন্ । ছয় ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন । তিনি দীর্ঘদিন অসুস্থ্য থেকে গত ১৫ এপ্রিল ২০১৭ ইং শনিবার সন্ধ্যা ৬.১৫ মিনিটের সময় ৭৮ বৎসর বয়সে ঢাকার বনশ্রীতে অবস্থিত ফরাজী হাসপাতালে ইন্তেকাল করেন । বনশ্রী, ও নোযাখালীতে জানাযা নামাজ শেষে মরহুর এডভোকেট মোঃ মোমিন উল্লাহকে তাঁর নিজের প্রতিষ্ঠিত নেয়াজপুরে অবস্থিত ভুলুয়া কলেজ মাঠে কবরস্থ করা হয় । একজন মাটির মানুষ চিরনিদ্রায় শুয়ে আছেন । ২৮ এপ্রিল ২০১৭ ইং শুক্রবার তাঁর কবর জেয়ারত করতে গিযেছিলাম, আবেগ-আপ্লুত হয়ে পড়েছিলাম। তাঁকে আমি কাছ থেকে দেখার সুযোগ হযেছিল । আমি ১৯৯৬ সন থেকে ২০০১ ইং পযন্ত বর্তমানে বাংলাদেশ আওযামীলীগের সাদারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের যখন যুব, ক্রীড়া ও সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন তখন তাঁর সহকারী একান্ত সচিব হিসাবে দাযিত্ব পালনকালে প্রায় মোমিন ভাইয়ের সাথে কাজ করার সুযোগ হয়েছিল । তাঁকে দেখছি অত্যন্ত জনদরদী একজন নেতা হিসাবে, সাধারণ মানুষের বিপদ-আপদে সব সময ছুটে গিযেছিলেন । ছিল না কোন অর্থের লোভ । আজ এই মহান নেতা আর নেই, নোয়াখালীবাসী হারিয়েছে একজন নিবেদিত প্রাণ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিককে।

No comments:

Post a Comment