Sunday, 8 November 2015

ছোট কাকা একরামুল হক-এর জীবনী





ছোট কাকা একরামুল হক-এর জীবনী



এডভোকেট এ.কে.এম. আমিন উদ্দিন(মানিক)


একরামুল হক, আমার ছোট কাকা । জন্ম ৩০ ডিসেম্বর ১৯৪২ খ্রীঃ । পিতা- মরহুম মুন্সী হাবিব উল্যাহ (মৃত্যু-১৯৫৬), মাতা- মরহুমা জোবেদা খাতুন (মৃত্যু-১৯৭৬) । সাং- খোকন চেয়ারম্যান বাড়ি, ৫নং ওয়ার্ড, বসুরহাট পৌরসভা, উপজেলা কোম্পানীগঞ্জ, জেলা- নোয়খালী । 
আমার পিতা ও কাকারা ৪ ভাই, ১ বোনের মধ্যে তিনি সবার ছোট । পড়াশুনা করেছিলেন বসুরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বসুরহাট এ.এইচ.সি. উচ্চ বিদ্যালয়ে , ১৯৬২ সনে তিনি মেট্রিকুলেশন পাশ করেন ।
তারপর তিনি ’৬৪ সনে খাদ্য বিভাগে সহকারী উপ-পরিদর্শক হিসাবে চাকুরীতে যোগদান করেন । চাকুরী জীবনে সততার সহিত চাকুরী করেছেন , উপ-পরিদর্শক হিসাবে ২৯ ডিসেম্বর ’৯৯ সনে অবসর নেন। । অত্যন্ত সাদা-মাটা জীবন-যাপন করেন । জীবনে কখনও থানা- পুলিশ, চেয়ারম্যান- মেম্বারের কাছে যেতে হয়নি।
তিনি চরপার্ব্বতী ইউনিয়নের চৌধুরীহাট নিবাসী মরহুম আবুবকর পাটোয়ারী ও মরহুমা ওহিদুন্নেছার মেয়ে মরহুমা রৌশন আরা বেগমকে বিয়ে করেন । চাচী ৫ আগষ্ট ২০০৭ সনে পরলোকগমন করেন ।
কাকার একমাত্র সন্তান। নাম মোঃ ইমাম হোসেন কায়সার, সে নোয়াখালী সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সমাজবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স করেছে । এলএল.বি অধ্যয়নরত । বর্তমানে নোয়াখালী সরকারী বিশ^বিদ্যালয় কলেজে গেষ্ট লেকচারার হিসাবে আছে ।
সুন্দর,লম্বা ও সুঠাম দেহের অধিকারী কাকা নিরবে নামাজ-রোজা করে জীবন কেটেছেন । ভাই-বোনদের মধ্যে সেই জেনারেশনের তিনিই একমাত্র জীবিত । বয়স বর্তমানে ৭২ বৎসর । অনেকটা বার্ধ্যক্যজনিত রোগে ভূগছেন । আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি আরো বেশ কিছুদিন আমাদের মাঝে বেঁচে থাকুন ।

No comments:

Post a Comment