Sunday, 8 November 2015

আলহাজ্ব মোঃ আলী আজম পাটোয়ারী (আলীর ক্যান্টিন) এর জীবনী







আলহাজ্ব মোঃ আলী আজম পাটোয়ারী


এডভোকেট এ.কে.এম.আমিন উদ্দিন (মানিক)



ঢাকা জজ কোর্ট আইনজীবী সমিতির ”আলীর ক্যান্টিন” আলী ভাইয়ের ৫ দশক জজ কোর্ট আঙ্গিনায়। 
পুরো নাম আলহাজ্ব মো: আলী আজম পাটোয়ারী। পিতা- মরহুম চাঁন মিয়া পাটোয়ারী,মাতা- মরহুম মনোয়ারা বেগম। গ্রাম-হানুবাইশ,পো: বাদুড়,থানা-রামগঞ্জ, জেলা- লক্ষীপুর। জন্ম ১৩ মার্চ ১৯৪২ সন। পড়াশুনা হানুবাইশ প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত। জীবিকার সন্ধানে ১৫ বছর বয়সে ১৯৬০ সনের নভেম্বরে ঢাকায় আসেন। প্রথমে ফেরী করে পান-সিগারেট বিক্রি করেছেন কোর্ট এলাকাসহ সদরঘাট ও রেসকোর্স ময়দানে। ’৬২/৬৩ সনে ঢাকা জেলা জজের নিকট থেকে মাসিক ৩ টাকা হারে বছরে ৩৬ টাকা দিয়ে দোকান ভাড়া নিয়ে পান-সিগারেটের দোকান দেন। তার মতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তার দোকানে সদাই করতেন। তখন বঙ্গবন্ধুকে মুজিব ভাই বলে চিনতেন। সেই সময় বাংলাদেশ ছাত্রলীগের মামলা মোকদ্দমা করতেন সিনিয়র আইনজীবী মো: জহির উদ্দিন। মুক্তিযুদ্ধের সময় পাক-বাহিনী তার দোকানসহ সবকিছু জ্বালিয়ে দেয়। দেশ স্বাধীন হওয়ার পর নিজে দোকানটি পুননির্মাণ করে প্রথমে চা দোকান এবং ১৯৭৫ সনে জজ কোর্টের অনুমতি/ লাইসেন্স নিয়ে মাসিক ২৫০০/=টাকা ভাড়ায় হোটেল ব্যবসা শুরু করেন। পরবর্তীতে ১৯৯৩ সনে ঢাকা আইনজীবী সমিতির ক্যান্টিন পরিচালনার দায়িত্ব পান।
আলী ভাই ’৬৮ সনে চাদঁপুর জেলার ফরিদগঞ্জের হাজী শাহানা বেগমকে বিয়ে করেন। দুইজনে ২০১৩ সনে হজ্বব্রত পালন করেন। তিনি ৫ মেয়ে ও ১ ছেলের জনক। মেয়েদেরকে বিয়ে দিয়ে দিয়েছেন। ছেলে শাহাদাৎ হোসেন সোহাগ তার ক্যান্টিন পরিচালনায় সহায়তা করেন। তিনি চার ভাই ও দুই বোনের মধ্যে সবার বড়।
দীর্ঘৃ ৫ দশকে আলীর ক্যান্টিনের আলী ভাই ঢাকা আইনজীবী সমিতির আইনজীবীদের আপনজন হয়ে ওঠেছেন। আইনজীবীদের সুখ-দু:খের সাথী হয়েছেন। আইনজীবীদের বিপদে- আপদে এগিয়ে গিয়েছেন। এ যেন মধুর ক্যান্টিনের মধু দার মত কালের ইতিহাস হয়ে ওঠেছেন।

No comments:

Post a Comment