Sunday, 8 November 2015

মেজো ভাই ডাঃ এ.কে.এম.নজরুল ইসলাম-এর জীবনী














ডাঃ এ.কে.এম.নজরুল ইসলাম


এডভোকেট এ.কে.এম.আমিন উদ্দিন (মানিক)




আমার মেজো ভাই ডা: এ.কে.এম.নজরুল ইসলাম । জন্ম ১০ মার্চ ১৯৫৬ । গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার বসুরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডে খোকন চেয়ারম্যান বাড়ি। পিতা মরহুম হাজী সামছল হক অব: মহকুমা খাদ্য নিয়ন্ত্রক ও মাতা মরহুমা হাজী আমেনা খাতুন। তিনি চট্রগ্রামের পাঠানতুলী খান সাহেব বয়েস ফ্রি প্রাইমারী ও পরে আগ্রাবাদ প্রাথমিক বিদ্যালয় থেকে ’৬৫ সনে ৫ম শ্রেণি পাশ করেন। ’৬৬ সনে নারায়ণগঞ্জ বন্দর হাই স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্ত্তি হন। ৮ম শ্রেণি পর্যন্ত বন্দর হাই স্কুলে পড়েন। ৯ম শ্রেণিতে গ্রামের বাড়ির সামনে বসুর হাট এ.এইচ.সি. হাই স্কুলে ভর্ত্তি হন এবং ’৭০ সনে তিনটি লেটার মার্কসহ প্রথম বিভাগে এস.এস.সি. পাশ করেন। তিনি চট্রগ্রাম সরকারী কলেজ থেকে ’৭২ সনে ৫টি লেটার মার্কসহ প্রথম বিভাগে বিজ্ঞানে এইচ.এস.সি পাশ করেন এবং পরে চট্রগ্রাম মেডিক্যাল কলেজে এম.বি.বি.এস. ভর্ত্তি হয়ে ’৭৯ সনে কৃতিত্বের সহিত পাশ করেন।’ ৮০ সনে ইর্ন্টারনীশীপ শেষ করে পি.এস.সি পরীক্ষার মাধ্যমে সরকারী চাকুরীতে যোগদান করেন। প্রথমে পটুয়াখালী জেলার আমতলী উপজেলা ও পরে সেনবাগ উপজেলা স্বাস¦্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার হিসাবে এক বছর চাকুরী করেন । পরে বিভাগীয় পরীক্ষায় উর্ত্তীণ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সহকালী রেজিষ্টার হিসাবে ’৮২ থেকে ’৮৪ পর্যন্ত চাকুরী করেন। তারপর গণপ্রজাতন্ত্রী ইরানের বন্দর বুশের প্রদেশে ’৮৮ সন পর্যন্ত চার বছর চাকুরী করেন । দেশে ফেরত এসে তিনি আবার পড়াশুনা শুরু করেন । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পোস্ট গ্র্যেজুয়েট মেডিক্যাল বিশ^বিদ্যালয় থেকে সার্জারীতে এফ.সি.পি.এস. ও অর্থোপেডিক্সে এম.এস. ডিগ্রি অর্জন করেন।অত্যন্ত মেধাবী হওয়ার কারণে তিনি পড়াশুনায় অসাধারণ সাফল্য অর্জন করেন । পরবর্তীতে ’৯৪ সনে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে সহকারী সার্জন হিসাবে যোগদান করে ২০১১ সন পর্যন্ত চাকুরী করেন এবং সার্জারীর অধ্যাপক হিসাবে অবসর নেন। বর্তমানে তিনি নোয়াখালীর জেলা শহর মাইজদিতে নিজস্ব হাসপাতাল সিটি হাসপাতালে দায়িত্ব পালন করছেন।
তিনি ২৮ জানুয়ারী ’৮৩ সনে কোম্পানীগঞ্জের সিরাজপুরের আরেক স্বনামধন্য ব্যক্তিত্ব বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের ইলেকট্রিক বিভাগের সাবেক ডীন ড: শামছুদ্দিন আহমেদ ও পেশকারহাটের ছালাওয়ালা দরবেশের মেয়ে মোতাহার বেগম এম.এস-সি এর বড় মেয়ে গাইনীতে এফ.সি.পি.এস. নোয়াখালী মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা: সালমা আহমেদকে বিয়ে করেন । ভাবীও অসম্ভব মেধাবী ছিলেন। ইন্টারমিডিয়েট পরীক্ষার পূর্বে বিয়ে হলেও তিনি পড়াশুনা চালিয়ে যান। ইন্টারমিডিয়েটে তিনি বদরুন্নেছা কলেজ থেকে ’৮৩ সনে ঢাকা বোর্ড থেকে ২০তম ষ্ট্যান্ড করেন এবং ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এম.বি.বি.এস. পাশ করেন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পোস্ট গ্র্যেজুয়েট মেডিক্যাল বিশ^বিদ্যালয় থেকে গাইনীতে এফ.সি.পি.এস করেন।
মেজো ভাইয়ের দুই মেয়ে । বড় মেয়ে ডা: নাজিয় নওরীন শর্মী, ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এম.বি.বি.এস পাশ করেছে । বর্তমানে নিউইয়র্কের ব্রুকলীনে থেকে পড়াশুনা করছে। আমার বড় ভাই মরহুম আমিরুল ইসলাম খোকন চেয়ারম্যানের বড় ছেলে ডা: এ.কে.এম. শহীদুল ইসলাম কিশোরের সাথে শর্মীর বিয়ে হয়েছে। তারা একসাথে ব্রুকলীনে থাকে । ছোট মেয়ে সামিয়া শাহরীন ইউ¯্রা যুক্তরাষ্ট্রের আলাবামা ষ্টেটের বার্মিহাম বিশ^বিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং-এর শেষবর্ষের ছাত্রী। ভাইয়ের পুরো পরিবার আমেরিকার ইমিগ্র্যান্ট প্রাপ্ত। মেজো ভাই পড়াশুনা ও কর্মজীবনে এক সফল ব্যক্তিত্ব। ছোট কালে ডাক নাম ছিল রবি । এখন সবাই এই নামটি ভুলে গেছে। সবাই ডা: নজরুল ভাই হিসেবে চিনে । বিনয়ী, ধর্মপরায়ন, ন্যায়ানুবর্তিতা ও নিয়মানুবর্তিতার প্রথিক তিনি। ভাই ও ভাবী উভয়ে হজ¦ব্রত পালন করেছেন।

No comments:

Post a Comment