মরহুম মোঃ নূর-উদ্দিন আহমেদ, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোটর্, হাইকোর্ট বিভাগ
এডভোকেট এ.কে. এম. আমিন উদ্দিন (মানিক)
৮ম বার হজ্ব করতে গিয়ে মক্কায় পবিত্র কাবা শরিফের হেরেম শরিফের ভিতর ইন্তেকাল করেন ।( ইন্নালিল্লাহে------রাজেউন)
পিতার নাম মরহুম হাজী মোঃ মহর আলী মিয়া, মাতার নাম মরহুম মতিজান বিবি**********************
সাং-নগরপাড়া,থানা-রুপগঞ্জ,
৮ ভাই ৩ বোনের মধ্যে তিনি ছিলেন ৩য় । ১ মার্চ ১৯৭৬ সনে বাংলাদেশ বার কাউন্সিলের সনদ প্রাপ্ত হয়ে ১৪ ফ্রেবুয়ারী’৭৭ সনে তিনি ঢাকা বারের সদস্য ভূক্ত হন । তিনি ঢাকা বারের আজীবন সদস্য । পরবর্তীতে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনে প্র্যাকটিস করার অনুমতি প্রাপ্ত হন এবং সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন । তিনি ইতিপূর্বে ৭ বার হজ্ব্রবত পালন করেন । এবার ৮ম বার হজ্ব্রবত পালন করতে গিয়ে গত ২৬ সেপ্টেম্বর ২০১৪ রোজ শুক্রবার পবিত্র কাবা- শরিফের হেরেম শরিফের ভিতর ফজর নামাজের পর হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে সেখানেই ইন্তেকাল করেন । তিনি আল্লাহধ্যানে একজন মাজারভক্ত মানুষ ছিলেন । ভারতের বিভিন্ন মাজার জেয়াররতের জন্য তিনি ২১ বার ভারত সফর করেন । তাঁর মেজো ভাই এডভোকেট দবির উদ্দিন আহমেদ নারায়ণগঞ্জ কোর্টে প্র্যাকটিস করেন । ছোট ভাই এডভোকেট আশরাফ উদ্দিন আহমেদ ঢাকা কোর্টে প্র্যাকটিস করেন । শ্যালক এডভোকেট আসাদ উল্লাহ ঢাকা কোর্টে প্র্যাকটিস করেন । আসাদ উল্লাহ বর্তমানে সস্ত্রীক হজ্বে আছেন । তিনি সরাসরি কোন রাজনীতি করতেন না, জাতির জনক বঙ্গবন্ধুকে ভালবাসতেন এবং বাংলাদেশ আওয়ামীলীগকে সমর্থন করতেন । তিনি সব সময় দান খয়রাত করতেন । পেশাগত জীবনে তিনি একজন সিভিল ল’ ইয়ার ছিলেন ।
তিনি বিয়ে করেন ঢাকার কেরাণীগঞ্জ থানাধীন শুভাড্যা পূর্বপাড়ার মরহুম আমান উল্লাহ ও হোসনে আরার মেয়ে মোসাম্মৎ নীলুফা বেগমকে ।
মুত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন । ছেলে শফিক উদ্দিন আহমেদ রাসেল, সেন্ট্রাল ল’ কলেজ থেকে এলএল.বি পাশ করেছে । মেয়ে শামীমা আক্তার লিজাও সেন্ট্রাল ল’ কলেজ থেকে এলএল.বি পাশ করেছে । রাসেল তার মা ও নানীসহ ২০০৮ সনে হজ্ব করে।
তাঁকে পবিত্র হজ্বের রীতি অনুযায়ী সৌদী আরবে দাফন করা হয়েছে । তাঁর দীঘৃদিনের হজ্বের সাথী যিনি প্রায় ২০ বার হজ্ব পালন করেছেন সাভার বাড়ি এডভোকেট আবদুল হালিম মরহুমের মৃত্যুর সময় পাশে ছিলেন ।
তিনি আইনজীবীদের গর্ব । পেশাগত ব্যস্ততার মাঝেও তিনি বার বার পবিত্র হজ্ব্রবত পালন করেছেন । আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর পরিবার যাতে এই শোক কাটিয়ে ওঠতে পারে সেই দোয়া করছি

No comments:
Post a Comment